• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

হবিগঞ্জে মনিপুরী সম্প্রদায় ৭৭ তম রাসলীলা উৎস পালিত


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৮:১৫ পিএম
হবিগঞ্জে মনিপুরী সম্প্রদায় ৭৭ তম রাসলীলা উৎস পালিত

হবিগঞ্জের চুনারুঘাটে মনিপুরী সম্প্রদায় ৭৭ তম রাসলীলা উৎস পালিত হয়েছে।

 

উপজেলার ছয়শ্রী বিষ্ণু প্রিয়া মনিপুরি  সম্প্রদায়ের উদ্যোগে উক্ত রাসলীলা উৎসব অনুষ্ঠিত হয়। 

 

বর্ণীল আয়োজনে নৃত্যের তালে তালে আর সুগন্ধী ফুলের সুবাসে মৌ মৌ পরিবেশে উৎসবে সব ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয়। 

 

একদিকে ধর্মীয় আচার অনুষ্টান ছাড়াও বিনোদনের অনন্য এক সমাবেশে পরিনত হয়। সব বয়সী মানুষের এক অনবদ্য এই ধর্মীয় দিক দিয়েই প্রাধান্য দেয়া হয়ে থাকে।

 

উললেখ্য মনিপুরী সম্প্রদায় ১৭৫৯ খৃষ্টাব্দে মনিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র অগ্রাহয়ন মাসের শুক্লা পূর্ণিমাতে মহারাস প্রথম বারের মত লীলা উৎসব প্রবর্তন করেন।

 

এর পর থেকে অগ্রাহয়ন পূর্ণিমা তিথিতে গৌরীয়  বৈঞ্চব ধর্মাবলম্বী মনিপুরী সম্প্রদায় প্রধান ধর্মীয় মহোৎসব  শ্রী শ্রী  শ্রী  কৃষ্নের  মহারাস লীলা পালিত হয়ে আসছে।

রাত ১২ টা ১মিনিটে শুরু হয়। এ অনুষ্ঠানে শেষ হয় ভোর ৬টা ১ মিনিটে। 


Side banner
Link copied!