• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

পদ্মা নদীতে অবৈধ ড্রেজারের উপর ভ্রাম্যমান অভিযান, ৭জনকে কারাদণ্ড


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৪:৫৭ পিএম
পদ্মা নদীতে অবৈধ ড্রেজারের উপর ভ্রাম্যমান অভিযান, ৭জনকে  কারাদণ্ড

শরীয়তপুর জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাবে অবৈধ কাটার ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করায় শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর নির্দেশক্রমে ভ্রাম্যমান অভিযান পরিচালনার মাধ্যমে সাতজনকে আটক করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলায়মান ও জেলা প্রশাসকের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন।অভিযোগের ভিত্তিতে ১৫ নভেম্বর ২০২৪ দিবাগত রাতে পদ্মা নদীতে শরীয়তপুর জেলা পুলিশ ও আনসারের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে দুইটি অবৈধ কাটার ড্রেজার আটক করেন এবং দুইটি কাটার ড্রেজারের ইঞ্জিন অকেজো করা হয়।বালু কাটার ড্রেজারে থাকা ব্যক্তিদের কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৭ জনকে ৪ মাস করে বিরাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।জাজিরা উপজেলার কুন্ডের চর ইউনিয়নের বাবুর চর সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে ভূমিদস্যু মাটি খেকো ব্যক্তিরা অবৈধভাবে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!