শরীয়তপুরে মিষ্টির দোকানের দুই কর্মচারীকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসী দুর্বৃত্তরা। পরিবার সূত্রে জানা যায় সন্ত্রাসী দুর্বৃত্তের হামলার শিকার হয়ে আব্দুল বারেক খলিফা (৪৫) ও আবুল হোসেন ছৈয়াল (৪৮) শরীয়তপুর সদর হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে আহত আব্দুল বারে খলিফা ও আবুল হোসেন সৈয়াল দীর্ঘদিন যাবত নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে ঢালির মিষ্টির দোকানে কর্মচারীর কাজ করেন।প্রতিদিনের মতো ১৪ই নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মিষ্টির দোকানে কাজ সেরে ভোজেশ্বর বাস স্ট্যান্ড থেকে ইজি বাইক অটো যোগে চান্দনি নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানো হয়।যাত্রীসহ ইজি বাইক দুল খন্ড হাবু শিকদারের বাড়ির ঘাটার বেলি ব্রিজে আসলে রাজন নামে এক যাত্রী ইজিবাইক থেকে নেমে সময় কালক্ষেপণ করলে হঠাৎ করে অজ্ঞাত ১০থেকে ১২ জন মুখোশ পরা দেশীয় হাতুড়ি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আব্দুল বারেক খলিফা ও আবুল হোসেন শৈয়ালকে এলো পাথরিভাবে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। আহত ব্যক্তিরা ডাক চিৎকার করলে এবং ওই মুহূর্তে সড়ক দিয়ে যাত্রীসহ কয়েকটি মোটরসাইকেল চলে আসায় সন্ত্রাসী দুর্বৃত্তরা পালিয়ে যায়।এই ঘটনা কে কেন্দ্র করে ওই পরিবারের ভিতরে আতঙ্ক বিরাজ করছে। নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম উদ্দিন গণমাধ্যমকে বলেন এই ঘটনাকে কেন্দ্র করে আমরা কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :