ওয়ালটন প্লাজা কর্তৃক আয়োজিত ডিভিশনাল মিটিং ১৩ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলার 'ব্রাক লার্নিং সেন্টারে' অনুষ্ঠিত আলোচনা এবং মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিভিশন-০৫ এর চিপ ডিভিশানাল অফিসার মীর মোঃ গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমিনুল হক ( ডিসিএম, ডিভিশন-০৫) ও জিহান আহমেদ রনি (এইচআরবিপি)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রায়হান (আরএসএম-কুমিল্লা এরিয়া) ও মিজানুর রহমান দিপু (আরসিএম- কুমিল্লা এরিয়া)। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ, নোয়াখালী এবং চাঁদপুর এরিয়ার সকল আরএসএম ও আরসিএম বৃন্দ, আইটি পণ্যের এরিয়া ম্যানেজার আরেফিন সিদ্দিকী এবং বিভিন্ন সার্ভিস সেন্টারের দায়িত্বপ্রাপ ম্যানেজারগন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৬৩ টি প্লাজা থেকে আগত সকল প্লাজা ম্যানেজার এবং প্লাজার বিভিন্ন দায়িত্বে থাকা (নারী কর্মীসহ) অন্যান্য কর্মীবৃন্দ। উক্ত মিটিংয়ে চলতি বছরের (জানুয়ারী থেকে অক্টোবর) ১০ মাসের সেলস এনালাইসিস করা হয় এবং বছরের বাকী দুই মাসের (নভেম্বর থেকে ডিসেম্বর) সেলস বৃদ্ধিতে করনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্লাজা এবং এমপ্লয়ীদের সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য ওয়ালটন প্লাজা ডিভিশনাল-০৫ কর্তৃক আয়োজিত এই মিটিংয়ে ভার্চুয়ালী যুক্ত হয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্লাজা বিভাগের সম্মানিত "ম্যানেজিং ডিরেক্টর" জনাব মোঃ রায়হান।
এই সময় ধন্যবাদ জ্ঞাপন করে স্বাগত বক্তব্য রাখেন প্লাজা সেলস্ ইস্ট-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা 'এক্সিকিউটিভ ডিরেক্টর' আরিফুর ইসলাম (সিএসই)।
আপনার মতামত লিখুন :