সিরাজগঞ্জের শাহজাদপুরে সফল অভিযানে সংঘবদ্ধ অটো বাইক ছিনতাই চক্রের মূল হোতাসহ ৬ জনকে আটক ও ছিনতাইকৃত অটো বাইক উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
মঙ্গলবার সকালে শাহজাদপুর থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গত ১লা নভেম্বর সন্ধ্যায় আটককৃত আসামিদের কয়েকজন যাত্রী সেজে উদ্ধারকৃত বোরাক গাড়িটি রিজার্ভ ভাড়া নিয়ে শাহজাদপুর থানার বিভিন্ন এলাকায় ঘোরার পরে ডেমরা থেকে বাঘাবাড়িগামী পাকা রাস্তা সংলগ্ন চরাচিথুলিয়া জামে মসজিদের কাছে নির্জন স্থানে চালককে জুসের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ালে গাড়ি চালক অজ্ঞান হয়ে পড়ে এ সময় আসামিরা চালককে রাস্তার পাশে ফেলে রেখে কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসহ বোরাক গাড়িটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনগণ রাস্তার ধারে জঙ্গলে পড়ে থাকা অজ্ঞান অবস্থায় অটো চালককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। উক্ত ঘটনার পরে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ শাহজাদপুর থানার নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে গতকাল সোমবার রাতে পূনরায় ছিনতাইয়ের পরিকল্পনা কালে অটো বাইক ছিনতাই চক্রের মূল হোতাসহ ২ জনকে সিরাজ প্লাজা নামক আবাসিক হোটেল থেকে আটক করা হয় বাকি ৪ জনকে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয়। আটককৃত আসামিরা হলো ১) মোঃ আশরাফুল, গ্রাম- খোসালপুর, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর, ২) মোঃ শামীম, পিতা- মন্টু মিয়া, গ্রাম- চওরাবাজার, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকি ৪ জন হলো শাহজাদপুর উপজেলার দত্তদরতা গ্রামের মৃত ইউসুফ মোল্লার পুত্র মো: শাহ আলম (৩৫), চর জামিরতা গ্রামের মৃত ছানোয়ারের পুত্র মো: আবু সাঈদ (৪৪), কাংলাকান্দা গ্রামের মোঃ আব্দুর রশিদ এর পুত্র মোঃ জুলমত আলী (৪২), ও সিরাজগঞ্জ সদরের হরিপুর গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র মো: জিয়াউর রহমান জিয়া (৪২) এর ব্যক্তি মালিকানাধীন গ্যারেজে গোপনে সংরক্ষিত অবস্থায় ছিনতাইকৃত দুইটি অটো বাইক উদ্ধারসহ তাকে আটক করা হয়।
আপনার মতামত লিখুন :