• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

তিন মাস আন্দোলনের পর সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি চালু হবে


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৫:৪৮ পিএম
তিন মাস আন্দোলনের পর সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি চালু হবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুটি রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় কারনে সিরাজগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচলকৃত একমাত্র ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি গত ৩ মাস ধরে বন্ধ রয়েছে। বন্ধ থাকা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালুর দাবীতে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সিরাজগঞ্জবাসি মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচী পালন করে আসছিল। এরই ফলশ্রুতিতে আগামী ১৫ নভেম্বর ট্রেনটি পুনরায় চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ম্যানেজার (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ জানান, ‘আগামী ১৫ নভেম্বর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরআগেই সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলো আংশিক মেরামত এবং প্রয়োজনীয় কিছু নতুন যন্ত্রাংশ যুক্ত করে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালু করা হবে।


Side banner
Link copied!