• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

মাদকবিরোধী সমাবেশের একদিন পর ১০ কেজি গাঁজা জব্দ, আটক ৩


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৮:৪১ পিএম
মাদকবিরোধী সমাবেশের একদিন পর ১০ কেজি গাঁজা জব্দ, আটক ৩

মাদকবিরোধী সমাবেশের একদিন পর ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। সোমবার (১১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালানো হয় । অভিযানের নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ সালেহ আহমদ।  এসআই কুদ্দুস ও সঙ্গীয় ফোর্স । 


পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার কালীকাপুর গ্রামের বেপারী বাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজী গাজাসহ ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ফারুক বেপারী (৩৫), একই গ্রামের  মৃত আব্দুল মালেকের ছেলে বোরহান সরকার (৩৫) ও ফারুকের স্ত্রী রিনা বেগমকে গ্রেফতার করা হয়।


মাদক ব্যবসায়ী ফারুক বেপারীর গ্রেফতারের বিষয়ে স্থানীয়রা উল্লাস প্রকাশ করে বলেন, তার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসী সব সময় প্রতিরোধ গড়ে তুলবেও বলে অভিমত দেন এবং ওসি সালেহ আহাম্মদকে কৃতজ্ঞতা জানান তারা । 


থানার ওসি সালেহ আহমেদ বলেন, মাদক  ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে উপজেলার যে কোনো মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান করতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।


উল্লেখ্য যে, মতলব দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী গ্রাম কালিকাপুরে একটি সঙ্ঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য রবিবার (১০ সেপ্টেম্বর) এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার মাঠে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে থানার অফিসার্স ইনচার্জ সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।
 


Side banner
Link copied!