• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ১০ ব্যাগ হাতবোমা, উদ্ধারে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৪:৩১ পিএম
রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ১০ ব্যাগ হাতবোমা, উদ্ধারে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী

শরীয়তপুরের ডামুড্যাতে একটি সড়কের পাশে ১০ ব্যাগ ভর্তি হাতবোমা উদ্ধারে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত বোমা উদ্ধার বা নিষ্ক্রিয় করতে পারেনি উদ্ধারকারী দলের সদস্যরা। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সোমবার সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় এ ব্যাগগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন স্থানীয়রা।

পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার আকালবরিশ এলাকায় ১০ ব্যাগ ভর্তি হাত বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় দুটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সদৃশ্য বস্তু বের হয়ে থাকলে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরবর্তীতে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে । সাভার সেনানিবাস থেকে বোম ডিস্পোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। ক্যাপ্টেন সামিউর রহমান ক্যাম কমান্ডার শরীয়তপুর গণমাধ্যমকে বলেন,রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ব্যাগ ভর্তি হাত বোমা পড়ে থাকার বিষয়টি জানতে পেরে আমরা বাংলাদেশ পুলিশসহ টিম নিয়ে ঘটনস্থলে আসি এবং পরিদর্শন করি।নিরাপত্তার জন্য রাস্তা দিয়ে জনসাধারণ সহ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছি।বোম নিষ্ক্রিয় করার জন্য ডিসপোজাল টিম না আসা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব।


Side banner
Link copied!