হবিগঞ্জ আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী ১ বছর মেয়াদী এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন ফাইন আর্টস কোর্সটির প্রথম সেমিস্টার সমাপনী পরীক্ষা শেষ হয়েছে।
কারিগরি শিক্ষা জানলে বিশ্বজুড়ে কর্ম মিলে।
এবার পরীক্ষার বিষয় হল শিল্পকলার মাধ্যম ও করণ কৌশল। রোববার (১০ নভেম্বর) দুপুর ২টায় হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
নীতিমালা-২০২১ অনুযায়ী এই কোর্সটি সম্পন্ন করে সহকারি শিক্ষক শিল্প ও সংস্কৃতি পদে নিয়োগের যোগ্যতা অর্জন করবেন।
হবিগঞ্জ আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ আশিষ আচার্য্য বলেন, এ কোর্স সম্পন্ন করলে ড্রয়িং, স্কেচ, ভাষ্কর্য, গ্রাফিক্স ডিজাইন সহ অনেকগুলো বিষয় জানতে পারবে। এখন থেকে সিলেট ও ঢাকা গিয়ে শিখতে হবে না। এ ছাড়া আগামীর বাংলাদেশ বিনিমার্নের জন্য চারুকলার শিক্ষা অতি প্রয়োজন।
আপনার মতামত লিখুন :