• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মতলবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট কমিটির আলোচনা সভা


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০৭:২৯ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মতলবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট কমিটির আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট কমিটির পরিচিতি ও আলোচনা সভা আজ ৯ নভেম্বর শনিবার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম খাঁন ও সাংগঠনিক সম্পাদক মোজাহের হোসেন, সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহম্মেদ সরকার। প্রধান আলোচক চাঁদপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি মোঃ মোশারফ হোসেন লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকার। বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, সাইফুল ইসলাম রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন মিয়াজী, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট শাহরাস্তি উপজেলা সভাপতি আবু সাঈদ মিয়া, চাঁদপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের যুগ্ম আহবায়ক শাহআলম, জেলা শিক্ষক কর্মচারী ঐক্যাজোটের সহ-সভাপতি এবিএম শাহআলম, পৌর বিএনপি ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মন্টু,২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরে আলম সরকার প্রমুখ। 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষখ খাইরুল আমীন, গীতা পাঠ করেন মতলব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মধুসুদন রায়।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!