• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সাভারে আন্তঃ স্কুল ক্রিকেট এর ফাইনাল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত


FavIcon
মোঃআলী হোসেন,সাভারঃ
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৯:০১ পিএম
সাভারে আন্তঃ স্কুল ক্রিকেট এর ফাইনাল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

সাভারে মিলেনিয়াম একাডেমিক স্কুলের আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা,পুরুষ্কার বিতরণী এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ৭ই নভেম্বর ) বিকেলে স্কুল প্রাঙনে এ সকল অনুষ্ঠানে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও রাজাশন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ রাশেদুল ইসলাম রাসেল। প্রধান অতিথির বক্তব্যে রাসেল বলেন ' শরীর ভালো রাখতে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা কোন বিকল্প নাই। খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। মাদক থেকে একমাত্র খেলাধুলা আমাদের দুরে রাখতে পারে। বর্তমান ছাত্র সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। আগামীতে তোমরাই দেশ পরিচালনা করবে। গত ৫ই আগস্ট বাংলাদেশকে নতুন করে স্বাধীন করার পিছনে ছাত্র সমাজের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। তাই আমি ছাত্র সমাজকে অনেক ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন ' আমাদের এলাকায় একটা ফুটবল টুর্নামেন্ট হয়, যার মূল স্লোগান হচ্ছে " লেখাপড়া ও খেলাধুলাকে হ্যা বলি, মাদককে না বলি "। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম, শিমন বালা, মোঃ মনির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলেনিয়াম একাডেমিক স্কুল প্রধান শিক্ষক মোঃ নুর আলম। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলেনিয়াম একাডেমিক স্কুলের শিক্ষক নাজমুল ইসলাম ।


Side banner
Link copied!