• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

দুইদিন পর অচেতন অবস্থায় ধর্ষণ মামলার বাদী গ্রামপুলিশ আব্দুর রহমান উদ্ধার


FavIcon
নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৬:২৫ পিএম
দুইদিন পর অচেতন অবস্থায় ধর্ষণ মামলার বাদী গ্রামপুলিশ আব্দুর রহমান  উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদর ইউনিয়নের দাঁতমন্ডলের দক্ষিন মোড় হতে ১০০ গজ পশ্চিমে রাস্তার পূর্ব পাশে থেকে নিখোঁজ গ্রামপুলিশ আব্দুর রহমানকে (২৬) অচেতন অবস্থায় পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর ) দুপুর ১২:১০ ঘটিকায় তাকে উদ্ধার করা হয়েছে।

পরে তাকে নাসিরনগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গত ৫ নভেম্বর তারিখ সকাল ৯ ঘটিকায় কর্মস্থল নাসিরনগর সদর ইউপি কার্যালয়ের উদ্দ্যেশ্যে বের হয়ে সে নিখোঁজ হয়।এ ব্যাপারে পরে বাদী হয়ে নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরী করে আব্দুর রহমানের স্ত্রী তানজিনা আক্তার।

 

স্থানীয় সূত্রে জানা যায় , গত ২১ অক্টোবর অনুমান ৪ ঘটিকায় একই গ্রামের তরিকুল ইসলাম তাঁর তিন বছরের শিশু কন্যা নোভা'কে ধর্ষণ করে। এ ব্যাপারে নোভার পিতা দাঁতমন্ডল ৩ নং ওয়ার্ডেরর গ্রামপুলিশ(চৌকিদার) আব্দুর রহমান বাদী হয়ে নাসিরনগর থানায় একটি অভিযোগ (মামলা নং -১১) দায়ের করেন ।

পরে বিষয়টি নিষ্পত্তির জন্য দাঁতমন্ডল গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ গ্রাম্য সালিশে সমাধানের জন্য একটি রায় প্রদান করে। ওই রায় বাদী পক্ষ মেনে নিলেও বিবাদীগণ রায় মানতে অস্বীকৃতি জানায়।

উল্টো আসামী তরিকুল ইসলাম, আসামীর পিতা আলমগীর মিয়া,আসামীর ভাই সাজিদুল ইসলাম গং আব্দুর রহমান'কে ধর্ষণের মামলা প্রত্যাহার না করলে প্রাণ নাশের ভয় ভীতি প্রদর্শন করে।

এর পরেই আব্দুর রহমান গত ৫ নভেম্বর তারিখ সকাল ৯ ঘটিকায় তাঁর কর্মস্থল নাসিরনগর সদর ইউপি কার্যালয়ের উদ্দ্যেশ্যে বের হয়ে নিখোঁজ হয়।

 

 

এবিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম বাংলাদেশের আলো'কে জানান, অচেতন অবস্থায় এক ব্যক্তিকে নাসিরনগর উপজেলা সাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছে, উদ্ধার হওয়া ব্যক্তি অচেতন রয়েছে। জ্ঞান ফিরলে বুঝা যাবে প্রকৃত ঘটনা।


Side banner
Link copied!