• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন পালের পরলোকগমন


FavIcon
নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০১:৫৮ পিএম
ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন পালের পরলোকগমন

ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন (বাংলাদেশ চ্যাপ্টার) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি  বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন কুমার পাল (৮০) আর নেই। শ্বাস কষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার  ঢাকার এভারকেয়ার নামে  একটি প্রাইভেট হাসপাতালে বিকাল ৪:৪৫ ঘটিকায় পরলোকগমন করেন তিনি। কাঞ্চন পাল  স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।কাঞ্চন কুমার পালের  জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে।তিনি ব্রাহ্মনবাড়িয়া শহরের ৫০ বছরের ঐতিহ্যবাহী পুরনো প্রতিষ্ঠাণ "জনপ্রিয় ফার্মেসী"র প্রতিষ্ঠাতা ও সত্বাধিকারী। 
১৯৭১ সালের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কাঞ্চণ কুমার পাল এর নেতৃত্বে ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার অধীনে সকল উপজেলা কমিটি গঠণ  করা হয়।এছাড়াও তিনি ছিলেন একজন বিশিষ্ট দানবীর।করোনাকালীন সময় সহ বিভিন্ন বন্যা ও দূর্যোগের সময় তিনি খাদ্য ও উপহার সামগ্রী নিয়ে অসহায় ও দুঃস্থদের পাশে থাকতেন সবসময়।
গীতাঞ্জলী সংসদ নামে আরো একটি সংগঠণের তিনি ছিলেন প্রধান পৃষ্টপোষক। গীতাঞ্জলী সংসদের আর্থিক সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলা ও উপজেলায়  গড়ে তুলেছিলেন অসংখ্য গীতা স্কুল।
কাঞ্চন কুমার পাল একজন বন্ধু বৎসল,সদাহাস্যজ্জল, পরোপকারি, ধর্মানুরাগী ও শিক্ষানুরাগী মানুষ ছিলেন।

ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রচার/সাংস্কৃতিক সম্পাদক ও আলোকিত নিউজ.২৪ কম  প্রতিনিধি নিহারেন্দু চক্রবর্তী কাঞ্চন কুমার পালের মৃত্যুতে গভীর  শোক প্রকাশ করেছেন।
 


Side banner
Link copied!