• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জে পথসভা ও ৩১দফা লিফলেট বিতরণ


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৩:২১ পিএম
জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জে পথসভা ও ৩১দফা লিফলেট বিতরণ

দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৩ জুলাই বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে পথসভা ও ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি  সিরাজগঞ্জে করা  হয়েছে। 

মঙ্গলবার ( ৫ নভেম্বর) জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখা'র আয়োজনে পৌর শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন চত্বর থেকে প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান ও বিভিন্ন পেশাজীবি ও সাধারণ মানুষদের মাঝে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয় এরপর এস. এস. রোড হয়ে,বাণিয়াপট্রি হয়ে মাড়োয়ারি পট্রি রোড, দরগাহ পট্রি এসে লিফলেট বিতরণ কার্যক্রম  সমাপ্ত করা হয়। এর আগে বাজার স্টেশনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ জাতীয়তাবাদী  যুবদল সিরাজগঞ্জ জেলা শাখা'র সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু এবং সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ এর সঞ্চালনায় পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এসময়ে কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের অন্যতম সদস্য বেলায়েত হোসেন শাহীন,মো. মিজানুর রহমান ,এলাহী চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলার  সিনিয়র সহ-সভাপতি আল আমিন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, ১নংসহ সাংগঠনিক সম্পাদক সোহেল আব্বাস, সিরাজগঞ্জ শহর যুবদলের সভাপতি সজীব খান, আল আমীন পরামানিক,সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত,সাধারণ সম্পাদক তৌহিদ আলম, সহ জেলা,সদর উপজেলা,শহর যুবদলের অন্যান্য  নেতা-কর্মীরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ  উপস্থিত ছিলেন।
 


Side banner
Link copied!