• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

গাজীপুরের ফ্ল্যাট থেকে ২ শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০১:৩৯ পিএম
গাজীপুরের ফ্ল্যাট থেকে ২ শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুরের কাশিমপুরে একটি ভবনের চারতলার ফ্ল্যাট থেকে দুই কারখানা শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মাধবপুর উত্তরপাড়া এলাকার ওই ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই শ্রমিকরা হলেন-রাসেল হোসেন (২৩) ও সুফিয়ান (২৪)। রাসেল চাঁদপুরের রবিউল ইসলামের ছেলে। সুফিয়ান ভোলা সদর থানার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে।

তবে এই শ্রমিকরা কীভাবে মারা গেছেন কিংবা খুন হয়েছেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!