• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

পাবনার সাংবাদিকদের মনিকোঠায় চিরদিন বেঁেচ থাকবেন ---স্মরণসভায় বক্তারা


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ১০:৩০ পিএম
পাবনার সাংবাদিকদের মনিকোঠায় চিরদিন বেঁেচ থাকবেন ---স্মরণসভায় বক্তারা

পাবনা প্রেসক্লাবের প্রয়াত সদস্য ডাকসুর সাবেক জিএস শফি আহমেদ, কবি ও সাহিত্যিক স. ম. সাজেদুর রহমান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান পাবনার সাংবাদিকদের মনিকোঠায় চিরদিন বেঁেচ থাকবেন। 

স্ব স্ব ক্ষেত্রে তাদের নীতি আদর্শ ও সততা সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। প্রয়াত সদস্য ডাকসুর সাবেক জিএস শফি আহমেদ, কবি ও সাহিত্যিক স. ম. সাজেদুর রহমান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান তাদের কাজের মাধ্যমে বেঁচে আছেন, বেঁচে থাকবেন। যততিন কাগজ কলম আছে, রাজনীতি আছে ততদিন তারা মানুষের মধ্যে বেঁেচ থাকবেন। তাদের মত গুনি মানুষ নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে অনুপ্রেরণা যোগাবে। 

আজ শনিবার রাতে পাবনা প্রেসক্লাবের প্রয়াত সদস্য ডাকসুর সাবেক জিএস শফি আহমেদ, কবি ও সাহিত্যিক স. ম. সাজেদুর রহমান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান এর মৃত্যবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। 

পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের পরিচালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ। সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, পাবনা প্রেসক্লাব সদস্য মনিরুজ্জামান শিপন ও মিজান তানজিল। পরে তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।
 


Side banner
Link copied!