ঢাকার সাভার অবস্থিত বিলাস সিনেমা হলের ভিতরে অভিযান চালিয়ে অশ্লীল কার্যক্রম করার দায়ে হলের ম্যানেজার আঃ হান্নানকে ৫০ হাজার জরিমানা ধার্য এবং আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে সাভার বাজার রোডস্থ হলটিতে অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর।
সাভার মডেল থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সাভার বাজার রোডে অবস্থিত বিলাস সিনেমা হলের ভিতরে অর্থের বিনিময়ে অশ্লীল এবং অনৈতিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলো হল ম্যানেজার আঃ হান্নান। এঘটনায় সাভার মডেল থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের হলে বুধবার বিকেলে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর এর নেতৃত্বে হলটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হলের ভিতরে অশ্লীল এবং অনৈতিক কার্যকলাপে ব্যাবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ও আলামত পাওয়া যায়। এবিষয়ে হল ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে অশ্লীল এবং অনৈতিক কার্যকলাপের বিষয়টি স্বীকার করেছেন। সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর বলেন, অনৈতিক এবং অশ্লীল কার্যকলাপের বিষয়ে থানায় অভিযোগ দায়েরের পর বিকেলে সাভার বাজার রোডস্থ বিলাস সিনেমা হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় হলের ভিতরে অশ্লীল এবং অবৈধ কার্যকলাপে ব্যাবহৃত বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া যায়। এঘটনায় হল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদে অশ্লীল এবং অনৈতিক কার্যকলাপের বিষয়টি স্বীকার করায় পেনাল কোড ১৮৬০ এর ২৯৪ ধারা মোবাবেক ৫০ হাজার টাকা জরিমানা ধার্য এবং আদায় করা হয়। এছাড়া ভবিষ্যতে যাতে এ ধরনের কার্যকলাপ বন্ধ রাখা হয় সেই বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।
আপনার মতামত লিখুন :