• ঢাকা
  • শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আত্মপ্রকাশ


FavIcon
মোঃআলী হোসেন,সাভারঃ
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০২:০০ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আত্মপ্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরে এবার প্রকাশ্যে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদক। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত জাবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি স্বাক্ষরিত এক বিবৃতি থেকে তাদের পরিচয় জানা যায়। 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ( ২০১৬-১৭ শিক্ষাবর্ষ) হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী ( ২০১৭-১৮ শিক্ষাবর্ষ) মুহিবুর রহমান মুহিব এবং প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন দর্শন বিভাগের ৪৭ ব্যাচের ( ২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন সাকি।
১৯৮৯ সালের পর থেকে ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ রাজনীতি নিষিদ্ধ রয়েছে বলে প্রচলিত রয়েছে। 

কথিত আছে, ১৯৮৯ সালের ২৬শে আগস্ট ছাত্রশিবিরের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র হাবিবুর রহমান কবির নিহত হওয়ার ঘটনা ঘটলে ক্যাম্পাসে ছাত্রশিবিরের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।
 


Side banner
Link copied!