কুমিল্লার হোমনা পৌরসভা সদরের একটি তালাবদ্ধ বাসা থেকে এক প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) সকাল আনুমানিক ১০ টায় কুমিল্লা জেলার হোমনা পৌর শহরের একটি তালাবদ্ধ বাসা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় মানুষের সহযোগিতায় হোমনা থানা পুলিশ গিয়ে ওই লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহতের নাম লাইমা আক্তার (২২)। ঘটনার দিন হোমনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ফকির বাড়ীর মো. জাহাঙ্গীর আলমের ৬ তলা ভবনের ৫ তলা বাসায় তালাবদ্ধ ঘরের ভিতরে থেকে আসা দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পরিশেষে ঘরের তালা ভেঙে ওই যুবতীর মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত লাইমার তার মা-বাবার দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। পড়ে মা-বাবার বিচ্ছেদের ঘটনায় লাইমা তার নানা বাড়িতে বড় হয়েছেন। পরবর্তীতে উপজেলার দৌলতপুর গ্রামের মোল্লা বাড়ির ফেরদৌস মিয়ার ছেলে প্রবাসি ফারুক মিয়ার সাথে ফেইজ বুকে সম্পর্ক হলে মোবাইলে তার সাথে বিয়ে হয়। কিন্তু তাদের পরিবার এ বিয়ে মেনে না নেয়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। কয়েকদিন ধরে সে ফোন রিসিভ না করায় তার স্বামী ফারুক তার ছোট ভাইকে পাঠালে সে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং ঘর থেকে দুর্গন্ধ বের হতে লাগলে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে গলিত অবস্থায় লাইমার লাশ উদ্ধার করে।
ঘটনার বর্ণনায় হোমনা থানার ওসি মো: জাবেদ উল ইসলাম জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা স্বাভাবিকভাবে বুঝার উপায় নেই। লাশটি গলে গেছে, ময়নাতদন্ত শেষে বলা যাবে কীভাবে মৃত্যু হয়েছে। যেহেতু বাহির থেকে তালাবদ্ধ পাওয়া গেছে সেহেতু মৃত্যুটি অস্বাভাবিক বলেই মনে হচ্ছে। পুলিশি তদন্ত অব্যহত আছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :