• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

মতলব দক্ষিনে জরায়ু ক্যান্সার প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ০৫:১৬ পিএম
মতলব দক্ষিনে জরায়ু ক্যান্সার প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

মতলব দক্ষিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর সোমবার বেলা ১১টার দিকে মতলব দক্ষিন উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সেমিনারের শুরুতে এইচপিভি টিকা বিষয়ক প্রেজেন্টেশন করেন, ডা. বোরহান উদ্দিন সেমিনারে বিস্তারিত আলোচনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ মহিবুল্লাহ সৌরভ বলেন আগামী ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর উপজেলার ২৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের ১৯২ টি কেন্দ্রে এবং গ্রাম পর্যায়ে ইপিআই কেন্দ্রের মোট ৪৫২টি কেন্দ্রে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী (এইচপিভি) টিকাটি ১০ থেকে ১৪ বছর বয়সী প্রায় সারে ১২ হাজার কিশোরীদের দেয়া হবে।

 

সেমিনারে অংশ নেন উপজেলা ম্যাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোওয়ারী, শিক্ষা অফিসার নাজমুন নাহার, মেডিকেল অফিসার ডাঃ রতন চন্দ্র দাস , এম, টি, ই, পি, আই মোঃ খোরশেদ আলম, ও আজমল হোসেন,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগনরা। 

 

 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!