• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

আমরা জনগণের ভোটে নির্বাচিত কোন দলের প্রতিক নিয়ে হইনি


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৩:৪০ পিএম
আমরা জনগণের ভোটে নির্বাচিত কোন দলের প্রতিক নিয়ে হইনি

চেয়ারম্যান ও সদস্যবৃন্দের অপসারণ না করার দাবিতে  হবিগঞ্জে  মানববন্ধন-বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।

 

হবিগঞ্জে ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের উদ্যোগে  বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান করেছেন ৭৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা।

 

আজ রবিবার দুপুরে জেলা প্রশাসনের নিমতলা প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার ৭৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা অংশগ্রহণ করেন

 

এসময় চেয়ারম্যানরা বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, কোন দলের প্রতিক নিয়ে নির্বাচিত হইনি। আমরা প্রায় ৬৫ শতাংশ চেয়ারম্যান স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছি। তাই স্থানীয় সরকার ব্যবস্থাপকে ভেঙ্গে দিলে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়বে। এসময় বক্তব্য রাখেন চেয়ারম্যান পরিষদের সমন্বয়ক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, চেয়ারম্যান মোঃ নোমান হোসেন, মাহবুবুর রহমান সোহাগ, উস্তার মিয়াসহ অনেকে পরে চেয়ারম্যান পরিষদের সমন্বয়ক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল এর নেতৃত্বে জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের কাছে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারক লিপি প্রদান করা হয়।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!