• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

ট্রেনে কাটা পড়ে এক ভ্যানচালকের মৃত্যু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ১২:১২ পিএম
ট্রেনে কাটা পড়ে এক ভ্যানচালকের মৃত্যু
ছবি -প্রতীক

জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সচীন চন্দ্র (৩৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সচীন পাঁচবিবি পৌরসভার মদিনা মসজিদ এলাকার নিতাই চন্দ্রের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক। পাঁচবিবি ষ্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী জানান, রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় ঐ ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়। এ সময় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


Side banner
Link copied!