• ঢাকা
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

হবিগঞ্জের দরিদ্র এতিম সাকিরা-হাবিবার স্বপ্ন পুরণ


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০৮:২৯ পিএম
হবিগঞ্জের দরিদ্র এতিম সাকিরা-হাবিবার স্বপ্ন পুরণ

অবশেষে স্বপ্ন পুরণ হলো দরিদ্র এতিম সাকিরা-হাবিবাদের ।  নিজের একটি ঘর বানানোর সামর্থ না থাকায় কষ্টে দিন চলছিল  হবিগঞ্জের চুনারুঘাটের বাবা-মা হারা সাকিরা-হাবিবাদের । ঠিক এ সময়ই স্বপ্ন পূরনে এগিয়ে এলো হামিদা সিরাজ ফাউন্ডেশন নামের একটি অরাজনৈতিক সংগঠন।

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের এতিম ভাই-বোনকে। 

হামিদা সিরাজ ফাউন্ডেশনের উদ্যোগে প্রজেক্ট স্বপ্নপূরণের আওতায় এটি ৭ম ঘর হস্তান্তর করা হয়েছে। আজ বৃহষ্পতিবার সকালে হবিগঞ্জ জেলার এতিমদের হাতে ঘর নির্মাণের পর ঘরের চাবি তুলে দেওয়া হয়। 

হামিদা সিরাজ ফাউন্ডেশন ২০২২ সাল থেকে সমাজের হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বেশ কিছু প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। এর মধ্যে চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা ও স্বপ্নের ঘর অন্যতম।

ঘর নির্মাণের পর হস্তান্তরের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠটির সমন্বয়ক নাসির হোসাইন তানভীর, সদস্য সৈয়দ মিয়া। 

 সংগঠনটির সমন্বয়ক নাসির হোসাইন তানভীর জানান, তাদের প্রজেক্ট স্বপ্নপূরণ প্রকল্পের আওতায় ৭টি ঘর হস্তান্তর সম্পন্ন হয়েছে। আরো বেশকিছু প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে হামিদা সিরাজ ফাউন্ডেশন।
 


Side banner
Link copied!