• ঢাকা
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে মোরেলগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা


FavIcon
মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৯:০৮ পিএম
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে মোরেলগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে " আগামী প্রজন্মকে সক্ষম করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি "এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ইউনিয়ন ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি,সিসিআরপি পশরবুনিয় সন্ন্যাসী ইয়ুথ গ্রুপ ও সিসিডিবি মোরেলগঞ্জ, বাগেরহাট এর যৌথ আয়োজনে দিবসের প্রতিপাদ্যের আলোকে জনগোষ্ঠীর সচেতনতা ও ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে পশরবুনিয়া ব্রাক সাইক্লোন সেন্টার চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ১৬ অক্টোবর সকল ১০ টায় খাউলিয়া ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডে পশরবুনিয়া ব্রাক সাইক্লোন সেন্টার এর  সামনে থেকে ‌‌র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। ‌র‍্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি প্রতিনিধি সদস্য মোঃ মশিউর রহমান, মোঃকামরুজ্জামান,মোরেলগঞ্জ পিসিআরসিবি প্রকল্প--সিসিডিবি উপজেলা কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ,উপজেলা সমকাল প্রতিনিধি মোঃ ফজলুল হক খোকন ,পিসিআরপি ক্যাশিয়ার সুফিয়া বেগম প্রমূখ। উপস্থিত পশরবুনিয়া সিসিআরসি, সন্ন্যাসী ইয়থ্ গ্রুপ ও সিসিডিবি সদস্য বৃন্দরা বলেন, দূর্যোগ আসলে আমাদের কি করতে হবে সেই সম্পর্কে  আমারা স্থানীয় জনগোষ্ঠীকে আরও সচেতনতা বৃদ্ধি করা ও ভবিষ্যৎ কি কি করনীয় সে সম্পর্কে আমরা সকলে ব্যাপক প্রচার প্রসারণার মাধ্যমে দুর্যোগকে মোকাবেলা করতে সক্ষম হবো। আলোচনা শেষে সিসিআরপি সভাপতি মোঃ শাহাদাত হোসেন সভার সমাপ্তি ষোযনা করেন।
 


Side banner
Link copied!