• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বাববার চুরিতে ধরা পরলেও নেয়া হয়না আইনি পদক্ষেপ!


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৭:২৯ পিএম
বাববার চুরিতে ধরা পরলেও নেয়া হয়না আইনি পদক্ষেপ!

চাঁদপুরের মতলব পৌরসভার সাবেক কাউন্সিলর আহিজল মুন্সীর ছেলে আশ্রাফুল(১৫)বারবার চুরি করে ধরা পরলেও তার বিরুদ্ধে নেয়া হয়না কোন আইনি ব্যাবস্থা। পিতার অবৈধ প্রভাব, বয়স কম,অথবা অন্যকোন কারণে ভোক্তভূগী বা তার পিতা কেউই নেয়নি বা নিতে পারেনি কোন আইনি পদক্ষেপ। আর এভাবে বারবার পার পাওয়ায় দিন দিন বেড়েই চলছে তার চুরি করার প্রবনতা।  একারণে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে প্রতিনিয়ত।
সম্প্রতি গত দুদিন পূর্বে মতলব পৌরসভার দিঘলদী মাষ্টার বাজারের ব্যাবসায়ী কালামের বসত ঘরে চুরির ঘটনায় ধরা পরলেও নেয়া হয়নি কোন আইনি পদক্ষেপ, উল্টো চোর ও তার পরিবারকে দোয়া করাতে বাধ্য করানো কালামের স্ত্রীকে এমন একটি ভিডিও চাওর করছে ফেইসবুক ব্যাবহার কারীদের কাছে। 
এর আগে এবছরের গত আগষ্ট মাসে ঐ বাজারের এক ব্যাবসা প্রতিষ্ঠানে চুরি করে ধরা পরে। 
ঐ ব্যাবসায়ীর এক সন্তান বাংলাদেশ পুলিশের সদস্য হওয়ার তার কাছে ধরা দেয় এবং
ত্রিশ হাজার টাকায় রফাদফা করেন চোরের পিতা আহিজল মুন্সি। জানাজায়, ঐ বাজারের বিভিন্ন দোকানসহ আশপাশের বাড়িতে একাদিক চুরির সাথে তার সম্পৃক্ততা রয়েছে। 
এই অবস্থায় মতলব দক্ষিণ থানা পুলিশ যেনো তার বিষয়ে তদন্তান্তে আইনি পদক্ষেপ গ্রহন করে এই প্রত্যাশা করেন এলাকাবাসী।
 


Side banner
Link copied!