• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

হবিগঞ্জে ভাটির জনপদ বিথঙ্গল আখড়াতে ব্যাপক আনন্দঘন পরিবেশে পূজা অনুষ্ঠিত


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০৮:০০ পিএম
হবিগঞ্জে ভাটির জনপদ বিথঙ্গল আখড়াতে ব্যাপক আনন্দঘন পরিবেশে পূজা অনুষ্ঠিত

হবিগঞ্জে শারদীয় দুর্গা উৎসবের মহা অষ্টমীতে জেলার ভাটির জনপদে ব্যাপক আনন্দঘন পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়েছে। জেলার ঐতিহ্যবাহী বানিয়াচং বিথঙ্গল আখড়াতে  প্রতিবছরের মতো এবারও পুজাথর্ীরা ভীড় করেন। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসেন মন্দিরে। বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে ভক্তরা নেচে গেয়ে আনন্দের সাথে সময় কাটাচ্ছেন। 

এ বছর জেলায় মোট ৬২৫ টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙাখলাবাহিনী সহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা মন্দিরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। 

উল্লেখ্য হবিগঞ্জের ভাটি অঞ্চলে ৪০০ বছর আগে বিথংগলে  রামকৃষ্ণ গোস্বামী আখড়া এ প্রতিষ্ঠিত করেন। এটি এশিয়ার বড় আখড়া হিসেবে অধিক পরিচিত। এতে ১২০ জন বৈষ্ণব থাকার জন্য পৃথক ১২০টি কক্ষ।
 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!