সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
১২ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় ডায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অঙ্গণে ডায়া ও বেড়াকুচাটিয়া গ্রামের আদর্শ যুব সংঘ ওই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক বাবুল হোমেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আমাীর অধ্যাপক মাওলানা মোঃ মিজানুর রহমান।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান মিলন, শাহজাদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাষ্টার মোঃ আব্দুল মালেক, পৌর আমীর মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
পরে শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিমল কুন্ডু, নবনির্বাচিত সভাপতি এম এ জাফর লিটন, সাধারন সম্পাদক মোঃ আল আমিন হোসেন, সিনিয়র সহ-সভাপতি রাসেল সরকার, সহ-সভাপতি মোঃ শামছুর রহমান শিশির, শফিউল হাসান চৌধুরী লাইফ, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লাভলু, যুগ্ম-সাধারন সম্পাদক জাকারিয়া মাহমুদ, মোঃ আমিনুল ইসলামসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে ফুলের মালা ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে গণসংবর্ধনা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :