• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

মতলবের নাটশাল ও মনিগাও অবৈধ মিনি ড্রেজার দিয়ে মাটি কাটার হিরিক


FavIcon
আব্দুল মান্নান খান (চাঁদপুর জেলা প্রতিনিধি):
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ১২:৪৪ পিএম
মতলবের নাটশাল ও মনিগাও অবৈধ মিনি ড্রেজার দিয়ে মাটি কাটার হিরিক

উপজেলার নারায়ণ পুর পৌর সভার নাটশাল ও মনিগাও অবৈধ মিনি কাটিং ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে মাটি কেটে তা বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন প্রভাবশালীরা। 

গত দু মাস ধরে প্রভাবশালীরা এ মাটি কাটায় মেতে উঠেছে। বর্তমানে ঐ এলাকায় তিনটি ড্রেজার চলমান রয়েছে। মনিগাও গ্রামের মরহুম সিরাজ ডাঃ ছেলে সাইফুল ও নাটশালের আলম, ইব্রাহিম, সরাসরি এই অবৈধ মিনি ড্রেজার ব্যাবসার সাথে জড়িত।তারা প্রভাব শালী হওয়ায় কেহ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এ ড্রেজারের কারনে আশ পাশের জমি ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে,নারায়ণ পুর ইউনিয়ন সহকারী ভুমি কমর্করতা বরাবর অভিযোগ করে ফল পাচ্ছে না ভুক্তভোগীরা। নারায়ন ইউনিয়ন ভুমি অফিস কে ম্যানেজ করেই চলছে এই নিষিদ্ধ ড্রেজার। নারায়ন পুর ইউনিয়ন সহকারী ভুমি কমর্করতা মো, শুক্রর মোল্লা কে মোটা অংকের টাকা দিয়ে চলছে এই ড্রেজার বলে ভুক্ত ভোগী রা জানান।

এ ব্যাপারে সহকারী ভুমি কমর্করতা শুক্রর মোল্লার সাথে আলাপ করলে বলেন, নিষিদ্ধ ড্রেজারের বিষয়ে আমি অভিযোগ পেয়ে অফিস থেকে লোক পাঠিয়েছি, তারা নিষেধ করে এসেছেন, কিনতু তারা কর্ণপাত করছেন না।

উপজেলা সহকারী কমিশনার ভুমি জাবেদ পাটোয়ারির সাথে আলাপ করলে বলেন, তদন্ত করে এই সমস্ত নিষিদ্ধ ড্রেজারের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!