মতলব দক্ষিনে উপজেলা পর্যায়ের জাতীয় স্কুল,মাদ্রাসার ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ অক্টোবর মঙ্গলবার বেলা ২টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানা ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোওয়ারীর সভাপতিত্বে ও মতলব জগবন্ধু বিশ্বনাথব সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আওয়ালের সঞ্চালনায় পুরুস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মতলবগজ্ঞ বলিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কুহিনুর আক্তার ।
সকালে মতলব নিউ হোস্টেল মাঠে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । উক্ত প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারি শিক্ষক দুলাল মিয়াজী, নুর মোহাম্মাদ , আব্দুল জাহিদ, রেহানা আক্তার, ইব্রাহিম প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের প্রচার সম্পাদক সমির ভটূাচার্য্য এবং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণসহ অংশ গ্রহনকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২২ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :