• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

মতলব দক্ষিনে ভোক্তা অধিকারের অভিযানে ৩৮ হাজার টাকা জরিমানা


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৮:১৪ পিএম
মতলব দক্ষিনে ভোক্তা অধিকারের অভিযানে ৩৮ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় ৮ অক্টোবর মঙ্গলবার  মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  নুর হোসেন কর্তৃক বাজার তদারকি অভিযান পরিচালনা করে মতলব বাজারে মুদি দোকান, কাঁচা বাজার, গ্যাস সিলিন্ডার দোকাননে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কাঁচা মরিচের  দাম ও অন্যান্য সবজির দাম ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী গৌর নিতাই ঘোষ স্টোরকে ৫,০০০/-, হানিফ স্টোরকে ৫,০০০/-,মনির সরকার স্টোরকে ৫,০০০/- আনাস স্টোরকে ৩,০০০/- বাচ্চু প্রধানিয়া স্টোরকে ৫,০০০/- বিল্লাল স্টোরকে ৩,০০০/- জরিমানা করা হয়েছে।  গ্যাস সিলিন্ডার এর দাম অযৌক্তিক ভাবে বেশি দামে বিক্রির অপরাধে একই আইনে চৌধুরী স্টোরকে ২০০০/- জরিমানা করা হয়েছে। এছাড়াও চাঁদপুরের ওয়ালেস বাজার থেকে ্জেলী যুক্ত চিংড়ী পাওয়ায় এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । 

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবীর ভোক্তাগণ মোট ৮ টি প্রতিষ্ঠানকে ৩৮,০০০/- জরিমানা করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় যৌথভাবে সার্বিক সহযোগিতা করেন মতলব থানা পুলিশের একটি চৌকশ টিম এবং চাঁদপুর আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকশ টিম।  জনস্বার্থে এমন অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে ।
 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!