• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সিরাজগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০৭:২১ পিএম
সিরাজগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে সিরাজগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে  এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।


চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, পিবিআই পুলিশ সুপার এমএন মোর্শেদ, কোম্পানী কমান্ডার র‌্যাব -১২, লে: কমান্ডার  আবু হাসেম সবুজ, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিয়ান,


শহীদ এম মুনসুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী পরিচালক  ডা. মো. আনোয়ার হোসেন, সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদুল ইসলাম, অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাশেদ মাহমুদ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রট শাহারিয়া শহীদ বাপ্পি, গোলাম রব্বানী, আইভীন আক্তার, ওবায়দুল হক রুমি, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মো, মাসুদুর রহমান মাসুদ, জেলার আবু নুর মো, রেজা, কোর্ট ইন্সপেক্টর মো, আসাদুজ্জামান ও সদর থানার অফিসার ইনচার্জ মো, হুমায়ন কবীর প্রতুখ।


চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ তালুকদার 

বিভিন্ন গুরুত্বপুর্ন প্রশাসনিক দপ্তরের প্রতিনিধি ও জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট মতামত উপস্থাপন করার আহবান জানান। ফৌজদারী মামলা দ্রত নিস্পত্তির ক্ষেত্রে উদ্ভুত সমস্যাসমুহ নিরশন কল্পে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

তিনি আরো বলেন- বিপদগ্রস্থ মানুষের প্রতি সুবিচারের নির্দেশনা দেখালে মানুষ দোয়া করে। মানুষের ভাল কাজ করলে হিরো হওয়া যায়। চাকুরী জীবনে এটাই বড় সম্পদ বলে তিনি উল্লেখ করেন।


Side banner
Link copied!