• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

মতলব দক্ষিণে ৩৩টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০১:৫৪ পিএম
মতলব দক্ষিণে ৩৩টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে সামনে রেখে প্রতিটি মন্দিরেই চলছে প্রতিমা তৈরির কাজ। কুমাররা পার করছে ব্যস্ত সময়। এ বছর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি পৌরসভা ও ৫ টি ইউনিয়নে ৩৩ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

গত ২ অক্টোবর মহালয়ার মধ্যদিয়ে দেবী স্বর্গলোক থেকে মর্তলোকে আগমন করেছেন। ৮ অক্টোবর মহাপঞ্চমী, ৯ অক্টোবর মহাবিল্ল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হবে। পূজামন্ডপগুলো হচ্ছে মতলব শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, কলাদী হারাধন ঠাকুরের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, কলাদী হরিসভা দুর্গা পূজা মন্দির,ঘোষপাড়া হরিসভা দুর্গা পূজা মন্দির, কলাদী চন্দন সাহার বাড়ি  দূর্গাপূজা, বাইশপুর দাসপাড়া মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা,পশ্চিম বাইশপুর শ্রীশ্রী দুর্গাপূজা মন্দির, ধনারপাড় গোলদার বাড়ি সার্বজনীন দূর্গাপূজা,  ধনারপাড় জীবন গোলদারের বাড়ি মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা,  নলুয়া মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা,বোয়ালিয়া হরিসভা সার্বজনীন দূর্গাপূজা, বোয়ালিয়া বাজার মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, বোয়ালিয়া পিন্টু সাহার বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, নায়েরগাঁও বিনয় মেম্বারের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, তাতখানা পালবাড়ী দুর্গা পূজা সার্বজনীন দুর্গা পূজা মন্দির , মাছুয়াখাল সাহা বাড়ী দুর্গা পূজা মন্দির,নারায়ণপুর কালিবাড়ি মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, মাধব ঠাকুরের বাড়ি শ্রীশ্রী দুর্গা মন্দির,নারায়ণপুর চৌধুরী বাড়ি সার্বজনীন দূর্গাপূজা,কাশিমপুর মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা,চারটভাঙ্গা শ্যামদাসের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, স্বর্গীয় হরি চক্রবর্তীর বাড়ি শ্রীশ্রী দুর্গা মন্দির,দশরত সেন বাড়ি দুর্গাপূজা মন্দির  লামচরি হাওলাদার বাড়ি শ্রীশ্রী দুর্গা মন্দির, চারটভাঙ্গা রতন দাসের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা।

মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক চন্দন সাহা জানান, গত বছরের ৩৬টি মন্ডপে দূ্র্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল এ বছর মতলব দক্ষিণ উপজেলায় ৩৩টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। সকল মন্দিরে চলছে সাজ সজ্জা ও প্রতিমা তৈরীর কাজ। কয়েক দিনের মধ্যেই সব কাজ,সমাপ্ত হবে। পূজায় সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
 


Side banner
Link copied!