• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সিরাজগঞ্জে পুকুর থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার


FavIcon
মো: আল হেলাল
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ১০:৫৯ পিএম
সিরাজগঞ্জে পুকুর থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় লুট হওয়া ২টি অস্ত্র দেড়মাস পর একটি পুকুর সেচে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এনায়েতপুর থানা সংলগ্ন পুকুরের পানি সেচে অস্ত্র দুটি উদ্ধার হয়। উদ্ধার হওয়া অস্ত্রের একটি শটগান অপরটি চাইনিজ রাইফেল। এ ছাড়াও পুকুরের তলদেশ থেকে একটি গ্যাস সেল, একটি ওয়ারলেস ও দুই রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে।

 

সিরাজগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সেনা অধিনায়ক লে. কর্নেল নাহিদ আল-আমিন জানান, এনায়েতপুর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী থানা সংলগ্ন পুকুর সেচের উদ্যোগ নেওয়া হয় এবং সে মোতাবেক অভিযান পরিচালনা করা হয়। 

 

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি বলেন, আজকে দুটি অস্ত্র পেয়ে থানা থেকে লুট হওয়া এখন পর্যন্ত ৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনো ৯টি অস্ত্র ও ৯১১টি গোলাবারুদ লুটের তালিকায় রয়েছে। 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!