• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে জেলা শিক্ষক সমাবেশ বাস্তবায়নে মত বিনিময় সভা


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৬:৪৭ পিএম
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে জেলা শিক্ষক সমাবেশ  বাস্তবায়নে মত বিনিময় সভা

আগামী ৫ অক্টোবর-২০২৪ খ্রিঃ বিশ্ব শিক্ষক দিবসে জেলা শিক্ষক সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, সিরাজগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)  সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের হাজী আহম্মাদ আলী কামিল মাদ্রাসায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাজী আহম্মাদ আলী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড.মো.  জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম। 


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখার মিডিয়া এবং প্রচার সম্পাদক ও আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-  সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো.মঈন উদ্দিন,ফুলজোড় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, উল্লাপাড়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. মো.নজরুল ইসলাম ,মটিয়ারপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহাদৎ হোসেন, শ্যামপুর আলিম মাদ্রাসা অধ্যক্ষ মো. আব্দুল লতিফ সেখ প্রমুখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন, চরছোনগাছা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে  বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, সিরাজগঞ্জ জেলা ও  উপজেলা শাখার কমিটি গঠন করা হয় । অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!