• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

ছাত্র আন্দোলনে নিহত পরিবারের পাশে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবু


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১১:৪৪ পিএম
ছাত্র আন্দোলনে নিহত পরিবারের পাশে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন আরিফুল হোসেন রাসেল। তার পরিবারকে আর্থিক সাহায্য দিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আরিফুল ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। তবে পরিবারের সাথেই সাভারে নিজ বাসায় থাকতেন। গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সাভারে গুলিতে নিহত হন। ১৩শে সেপ্টেম্বর (শুক্রবার) সাভার উপজেলার সদর ইউনিয়নের দেওগাঁও একালায় বাড়িতে খোঁজখবর নিতে ও আর্থিক সহযোগিতা করতে আসেন ঢাকা-১৯ সংসদ আসনের সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার পরিবারের আর্থিক সহায়তা দেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি হাজী ওমর আলী মাস্টার, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাভার থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ শাহীন, সাভার থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রবিন হোসেন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মাহাবুব সহ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!