• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

হ‌বিগ‌ঞ্জে বৈষম্য বি‌রোধী ছাত্রদের দু‌টি গ্রুপে উত্তেজনা, চেয়ার ভাংচুর, বোমা নিক্ষেপ


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৯:৩৪ পিএম
হ‌বিগ‌ঞ্জে বৈষম্য বি‌রোধী ছাত্রদের দু‌টি গ্রুপে উত্তেজনা, চেয়ার ভাংচুর, বোমা নিক্ষেপ

হ‌বিগ‌ঞ্জে বৈষম্য বি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নের মত‌বি‌নিময় সভা কে কেন্দ্র ক‌রে দু‌টি গ্রুপোর  ম‌ধ্যে উত্তেজনা ও চেয়ার ভাংচুর, বোমানিক্ষেপের মত ঘটনা ঘ‌টে‌ছে। ফলে সভা পন্ড হয়ে যায়।

আজ বৃহস্পতিবার  বিকেলে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উক্ত ঘটনা ঘটে।

বৈষম্যবিরোরী ছাত্র আন্দোলন কে সুসংগঠিত করে দেশ গঠনের শিক্ষার্থীদের অংশিদারীত্ব নিশ্চিত করনে এবং দুর্নীতি, চাদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে " ছাত্র জনতার মৈত্রী সফর" উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সভা অনু‌ষ্টিত নি‌য়ে দু‌টি গ্রু‌পে বিভক্ত হ‌য়ে প‌ড়ে। এক‌টি গ্রুপ  সদর উপ‌জেলা পরিষদ মিলনাশতনে  অন‌্য এক‌টি  গ্রুপ  টাউন হ‌লে অবস্থান নেয়। 

এদিকে হবিগঞ্জের সমন্বয়ক শিক্ষার্থীরা সদর উপ‌জেলা  মিলায়নাত‌নে এসে চেয়ার ভাংচুর ক‌রে দুপুর একটায়  ব‌লে  অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন  শা‌মি গ্রুপের শিক্ষার্থীরা।

অপর দেকে মেহেদী হাসানের গ্রুপ জানায় সাকিব গ্রুপে আমাদের এখানে এসে বোমা ফাটিয়ে এ কাজ করেছে। কিন্তু সাকিব গ্রুপ জানায় আমরা টাউন হলে প্রোগ্রাম করতেছি। আমরা সেখানে যায় নি। 

এদিকে কেন্দ্রয়ী নেতৃবৃন্দ হা‌সিবুল ইসলাম (কেন্দ্রীয় কমিটির সমন্বয়), আসদুল আল গালিব ( কেন্দ্রীয় কমিটির সমন্বয়),  আশরাফুল আলম (সিলেট বিভাগীয় সমন্বয়),  আজাদ শিকদার ( শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়) ও বৃন্দাবন সরকারি কলেজে এর সমন্বয়ক এসে দু পক্ষ এক ক‌রে  তৃতীয় কোন স্থা‌নে সমা‌বেশ করার প্রস্তাব দেন। বিকেল সোয়া চারটায় পর্যন্ত দু পক্ষের সাথে বৈঠকের কোন সুরাহা হয়নি। 


 


Side banner
Link copied!