• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

সিরাজগঞ্জে এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৯:২৯ পিএম
সিরাজগঞ্জে এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

সিরাজগঞ্জ এক্সপ্রেস' ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি  প্রদান করা হয়েছে। 
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন হয়।  
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু নেতৃত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ কামারখন্দ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি'র সভাপতি রোমানা মাহমুদ। 

প্রধান অতিথি বলেন- সিরাজগঞ্জবাসী প্রাণের দাবি  দুইশত বছরের হারানো রেল যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। 

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন- ইতিপূর্বে রায়পুর বাজার স্টেশন বাহিরগোলা রানীগ্রাম পর্যন্ত ট্রেন আসতো কালের বিবর্তনে সেই রেল যোগাযোগ আজ বিচ্ছিন্ন হয়ে গেছে। সিরাজগঞ্জে এক্সপ্রেস ট্রেন আসতো সেটাও বন্ধ করে দেয়া হয়েছে। সিরাজগঞ্জবাসীর প্রাণের দাবি বাজার স্টেশন হয়ে বাহিরগোলা রানী গ্রামের মধ্যে দিয়ে বগুড়া চলাচলের জন্য রেললাইন স্থাপন করে যোগাযোগ ব্যবস্থা তরান্বিত করার আহ্বান জানান। অন্যথায় সিরাজগঞ্জবাসী ট্রেন চলাচলের দাবিতে কঠোর আন্দোলনে মাঠে নামার হুঁশিয়ারি দেন। 
তিনি আরো বলেন - বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সিরাজগঞ্জবাসী এ সকল বৈষম্য মেনে নেয়া হবে না। 
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক  হারুন অর রশিদ খান হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন -জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, আইন বিষয় সম্পাদক রফিক সরকার, যুগ্ম সম্পাদক নূর কায়েস সবুজ, সদর থানার সিনিয়র যুগ্ন সম্পাদক মনজুরুল আলম তালুকদার মজনু প্রমুখ।
মানববন্ধনে ট্রেনের দাবিতে সম্মতি জ্ঞাপন করে  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 


Side banner
Link copied!