• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের দুর্নীতির অভিযোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৯:১৮ পিএম
স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের দুর্নীতির অভিযোগ

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত করতে এলজিএসপি প্রকল্প-৩ ও ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তবে প্রকল্পের ছাড়পত্র প্রদানের নামে ২% হতে ৫% পর্যন্ত উৎকোচ নেবার লিখিত অভিযোগ উঠেছে 
সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। 
অভিযোগটি জেলা প্রশাসক বরাবর ও মাননীয় প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে  ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হয়েছে। 
লিখিত অভিযোগটি প্রেরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে চৌখালী উপজেলার মোহাম্মদ জাকিরুল ইসলাম। 
অভিযোগ পথ চেয়ে বলা হয়েছে, সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন ইউনিয়ন পরিষদের বিগত দিনের মেম্বার চেয়ারম্যান গণের 

সকল আয়নৈতিক কাজের মধ্যের দাতা এবং একজন পরামর্শক হিসাবে কাজ করেছেন। একমাত্র আওয়ামী লীগপন্থী বিনা ভোটের চেয়ারম্যান গন জনসেবার নামে জনদুর্ভোগ এবং উন্নয়নের নামে দুর্নীতি করেছেন। এই সকল অপরাধ মূলক কাজ জায়েজ করার জন্য তিনি এল জি এস পি-৩, ইউনিয়ন পরিষদ উন্নয়ন শয়তান তহবিল প্রকল্পের ছাড়পত্র প্রদানের নামে ২% হতে ৫% এবং ক্ষেত্র বিশেষে প্রকল্পের বরাদ্দের আদা দি অর্থ ইউপি চেয়ারম্যান গনের ভাগাভাগি করেছেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরো উল্লেখ করা হয় গর্বিত মুখের ভাষা দম্ভ ভরা উক্তি সীমাহীন গাম্ভীর্য মনোভাব নিয়ে তিনি প্রতিটি ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগে পাওয়া যায়। বিষয়টি সর জমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল। এ বিষয়ে জানতে, উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের মোবাইল ফোনে একাধিক কল করা হলেও তিনি সাড়া দেননি।
 


Side banner
Link copied!