সিরাজগঞ্জ চৌহালীতে ফসলি জমির ওপর সেচ পানির ড্রেন তৈরিকে কেন্দ্র করে বিরোধের জের ধরে দুই ভাইকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন বলে আদালতের পেশকার মনোয়ারুল ইসলাম জানান।
মৃত্যুদণ্ডের পাশাপাশিপ্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক। অনাদায়ে তাদের আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-চৌহালী উপজেলার চর কোঁদালিয়া উত্তরপাড়ার আব্দুর রশিদ মাস্টারের ছেলে নাসির উদ্দিন (৪০), তার বড় ভাই শহিদুল ইসলাম সাচ্চা (৫০) ও একই গ্রামের শমেস আলীর ছেলে ইসরাফিল হোসেন (৬৫)।
মামলার বিবরণে বলা হয়, ফসলী জমির ওপর দিয়ে সেচ পানির ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে চর কোঁদালিয়া গ্রামের আন্তাব আলীর সঙ্গে একই এলাকার শহিদুল ইসলাম সাচ্চার কথা কাটাকাটি হয়। ২০১৮ সালের ৭ ডিসেম্বর বিকালে আন্তাবের ছেলে কাওসার আলী পূর্ব কোদালিয়া গ্রামের তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে প্রতিপক্ষ নাসির উদ্দিন তাকে মারপিট করার চেষ্টা করেন।
ঘটনার সময় কাওসার ঐ বাড়ির একটি ঘরে আশ্রয় নিয়ে ঘটনাটি মোবাইল ফোনে বাড়ির লোকজনকে জানায়। এরপর আন্তাব ও তার বড় ছেলে মিল্টন ঘটনাস্থলে যান। তখন কাওসার ঘর থেকে বের হলে আসামিরা কাওসার ও মিল্টনকে লাঠি দিয়ে মারপিট করতে শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে দুই ভাইকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ঐ দিনই তাদের মৃত্যু হয়।
এ ঘটনার পরদিন নিহতের মা হায়াতুন নেছা বাদী হয়ে চৌহালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ছয় বছর শুনানির পর দুই ভাইকে হত্যার দায়ে বিজ্ঞ আদালতের বিচারক এম আলী আহমেদ মৃত্যুদন্ডের আদেশ দেন বলে পেশকার মনোয়ারুল ইসলাম জানান।
আপনার মতামত লিখুন :