• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩১

সাভারে ভূমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৫:১৬ পিএম
সাভারে ভূমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সাভারে ভূমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ই সেপ্টেম্বর) সকালে বিরুলিয়া ইউনিয়নের রাজারবাগ এলাকায় এই মানববন্ধন করেন ভুক্তভোগী সোহেল মিয়া। এসময় মানব বন্ধনে ভুক্তভোগী সোহেল মিয়া সহ এলাকার প্রায় অর্ধশতাধিক মানুষ অংশ নেন। 

 

 

মানব বন্ধন থেকে জানা গেছে, বনগাঁও ইউনিয়নের সাদাপুর পুরানবাড়ী এলাকায় মোঃ আনোয়ার হোসেন (লিটু) নামের এক ব্যক্তির কিছু জমি ও একটি ডেইরি খামার রয়েছে। ভুক্তভোগী সোহেল মিয়া দীর্ঘদিন যাবত মোঃ আনোয়ার হোসেন (লিটু) এর মালিকানাধীন ঐ জমি ও ডেইরি খামারের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। কিছু দিন পূর্বে এলাকার কিছু ভূমিদস্যু ঐ জমি ও খামারটি দক্ষল করে ম্যানেজার সোহেল মিয়াকে বের করে দেয়। 

 

ম্যানেজার সোহেল মিয়া জানান, জমির মালিক মোঃ আনোয়ার হোসেন (লিটু) এর বনগাঁও ইউনিয়নের সাদাপুর পুরানবাড়ী এলাকায় একটি ডেইরি খামার রয়েছে। দীর্ঘ দিন যাবত সেখানে সে কর্মরত ছিলেন। কিছু দিন পূর্ব এলাকার ভূমিদস্যু মাসুম হাওলাদার, নাদিম হাওলাদার এবং ফরাদ হাওলাদারের নেতৃত্বে ঐ জমি ও ডেইরি খামারটি দক্ষল করে তাকে বের করে দেয়। পরে সে বিষয়টি তার মালিককে অবগত করেন। মানব বন্ধনে তিনি ভূমিদস্যুদের বিচারের দাবি করেন। এবং এ সকল ভূমিদস্যুদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানিয়েছেন।


Side banner
Link copied!