• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

মতলব দক্ষিণ থানা জামে মসজিদে চারটি এসি স্থাপন


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৮:৫৭ পিএম
মতলব দক্ষিণ থানা জামে মসজিদে চারটি এসি স্থাপন

চাঁদপুরের সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খাইরুল কবিরের দিক নির্দেশনা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালে আহাম্মেদ সার্বিক তত্ত্বাবধানে মতলব দক্ষিন থানা মসজিদের আশপাশের ব্যবসয়ীবৃন্দ ও মতলব বাজার বনিক ও জনকল্যান সমিতির সদস্য এবং বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় ৪টি ২টন বিশিষ্ঠ এসি স্থাপন করা হয়েছে। একাধিক ব্যবসায়ী ও মুসল্লীরা আনন্দের সাথে জানান যে, বিগত ৩৫-৪০ বছর পূর্বে এ মসজিদটি  নির্মান করা হলেও এ পর্যন্ত কেউ এমন মহৎ উদ্যেগ গ্রহন করেননি। যা বর্তমান ওসি সালেহ আহমেদ ব্যবস্থা করেছেন। আমরা ওনার জন্য মহান আল্লাহের কাছে দোয়া করি। এ সময় ওসি সালেহ আহাম্মদ উপজেলা জামায়াত ইসলামের আমির আব্দুর রশিদ পাটোওয়ারী, ব্রিক্সফিন্ডির মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী আঃ রশিদ ফরাজী, মোঃ বিল্লাল হোসেন ফরাজীসহ মসজিদের ইমাম ও মোয়াজ্জেম ও মুসল্লীরা উপস্থিত ছিলেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ বলেন, আমি এই থানায় যোগদান করার পর থেকেই মসজিদের মুসল্লীদের নামাজ আদায়ের সুবিধার্থে এসি স্থাপনের উদ্যোগ নিয়েছিলাম। অবশেষে আল্লাহর অশেষ রহমতে সার্কেল এসপি স্যারসহ সকলের সহযোগিতায় এসি লাগানো সম্পন্ন করতে পেরে আমার খুব ভাল লাগছে। আমি সকলের কাছে দোয়া চাই।
 


Side banner
Link copied!