হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন নবাগত পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান।
বুধবার (০৪ সেপ্টেম্বর) হবিগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে উক্ত মতবিনিময় করেন।
পুলিশ সুপার বলেন জেলার আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন বৈষম্য বিরোধি আন্দোলনের শিক্ষার্থীরা আমাদের সন্তান তাদেরকে পড়ালেখায় ফেরাতে হবে যেন তারা নিজেকে যোগ্যতা হিসেবে গড়ে তুলতে পারে।
উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), আমিনুল ইসলাম ও , বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গত মাসের ৩১ তারিখ হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। তিনি পাবনা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। এর পূর্বে তিনি পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে সুনামের সঙ্গে কাজ করেছেন।
আপনার মতামত লিখুন :