• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সাভারে এক স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ


FavIcon
মোঃআলী হোসেন,সাভারঃ
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪, ০৮:১৩ পিএম
সাভারে এক স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ

সাভারে এক নারী শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক অভিভাবকসহ কয়েকজন বহিরাগতদের বিরুদ্ধে। পরে শিক্ষকদের চাপের মুখে পড়ে ওই অভিভাবকসহ বহিগতরা ক্ষমা না চেয়ে দ্রুত সটকে পড়ে। এ বিষয়ে ওই স্কুল শিক্ষিকাসহ মোট ১৫ জন শিক্ষকের স্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। 

রোববার (১সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় সাভার উপজেলার পৌর সভার জামসিং এলাকার শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমা সাহা গত বৃহস্পতিবার ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী নুসরাত ও তার এক সহপাঠীর সঙ্গে তর্কবিতর্কের এক পর্যায় শিক্ষিকা সুমা সাহা তাদেরকে থামাতে গেলে নুসরাত শিক্ষিকার ওপর চড়াও হয়ে পড়ে। তখন শিক্ষিকা নুসরাতকে শাসন করতে কয়েকটি ধমক দেন।

এ বিষয়ে শিক্ষিকা সুমা সাহা এ প্রতিবেদককে বলেন, বৃহস্পতিবারের ওই ঘটনাকে কেন্দ্র করে ৬ষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীর বাবা সবজল হোসেনসহ কয়েকজন বহিরাগত শ্রেণি কক্ষে ঢুকে তার মেয়েকে ধমক দেওয়া হলো কেন এমন অভিযোগ এনে আমার ওপর চড়াও হন। এক পর্যায়ে আমাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করে।

এসময় ওই বিদ্যালয়ের শিক্ষকরা সম্মিলিত হয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। সকল শিক্ষক মিলে এ ঘটনার তীব্র নিন্দা ও দু:খ প্রকাশ করেন। আমাদের প্রতিষ্ঠান এখন অভিভাবক শূন্য হয়ে পড়ায় আমরাও খুবই চিন্তিত বলে জানান সকল শিক্ষক।

এ বিষয় জানতে ওই নুসরাতের বাবা সবজলকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায় নি।

বিষয়টি সকলের উপস্থিতিতে এক শিক্ষক নেতা নাম প্রকাশ না করার অনুরোধে জানান, নারী শিক্ষকের সাথে এমন ঘটনাটি খুবই দুঃখজনক, আমরা মর্মাহত।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র বলেন, এ ঘটনার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দিয়েছি,উনি এটা খুব শীগ্রই সমাধান করে আমাদেরকে এ ব্যাপারে জানাবেন।
 


Side banner
Link copied!