• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

হ‌বিগ‌ঞ্জে না‌র্সি ক‌লে‌জে ইনস্ট্রাক্টর সহ ৫ জনের পদত্যাগের দাবিতে বি‌ক্ষোভ


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ০৪:৫২ পিএম
হ‌বিগ‌ঞ্জে না‌র্সি ক‌লে‌জে ইনস্ট্রাক্টর সহ ৫ জনের পদত্যাগের দাবিতে বি‌ক্ষোভ

দুর্নী‌তিবাজ‌দের পদত‌্যা‌গের এক দফ‌া দাবী‌তে হ‌বিগঞ্জ না‌র্সিং ও মিডওয়াইফা‌রি  ক‌লে‌জের শিক্ষার্থীরা  অবস্থান কর্মসুচী ও প্রতিবাদ সমা‌বেশ করে‌ছে । 
বৃহস্পতিবার (১৯ আগস্ট)  দুপুর ২টা থে‌কে রাত ৯টা পর্যন্ত উক্ত কর্মসুচী পালন করেন শিক্ষার্থীরা।


তারা জানান, ক‌লে‌জের ইনস্ট্রাক্টর ইনচার্জ কল্পনা রানী ঘরামী, না‌র্সিং ইনস্ট্রাক্টর সালমা  সহ ৫  জন  ব‌্যাপক অ‌নিয়ম ও দুর্নী‌তি কর‌ছে  যা শিক্ষার্থীদের  বোঝা হ‌য়ে‌ছে। 

তাই তারা ৫ জ‌নের পদত‌্যাগ দাবী ক‌রেন  ভ‌র্তি , মে‌ডি‌কেল স্টাইওফন মে‌সের টাকা আত্মসাত সহ নানা‌ বৈষম‌্য  সৃ‌ষ্টি ক‌রে‌ছে তারা।

পদত্যাগ না করা পর্যন্ত  না‌র্সি ও মিডওয়াইফা‌রি ক‌লে‌জ হবিগ‌ঞ্জের  শিক্ষার্থীরা  ক‌লে‌জে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমা‌বেশ চালিয়ে যাবে।
 


Side banner
Link copied!