ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে নিজেদের সামর্থ্য অনুসারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে 'স্পিড ফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড' পরিবার (শীঘ্রই দেশব্যাপী শুভ উদ্বোধনের অপেক্ষায়)।
কুমিল্লার লাকসামে ২৯ আগস্ট ২০২৪ ইং বৃহস্পতিবার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা- মাহমুদুল হাসান কবির। তিনি বলেন, দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা এবং দায়িত্ববোধ থেকেই আমাদের এই কার্যক্রম।
এই সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিভিন্ন জেলা ও বিভাগ থেকে আগত আমিন মোহাম্মদ, গোলাম মর্তুজা লিটন, গোলাম মর্তুজা আসিফ ও অন্যান্য উদ্যোক্তাগণ। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছে ।
এলাকাবাসী তাদের এই ত্রাণ তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, দেশের সামর্থ্যবান ব্যক্তি এবং প্রতিষ্ঠান যদি মানুষের বিপদে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে বড় কোন বিপদের শঙ্কা থাকবে না।
কার্যক্রম শেষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক আরো বলেন, SpeedFast Courier Service দেশের ৪৯৫ টি উপজেলায় শীঘ্রই একযোগে তাদের বেসা কার্যক্রম চালু করতে যাচ্ছে। দেশের মানুষের ভালোবাসা আর বিশ্বাস নিয়ে এভাবেই যাতে সব সময় দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে সবার কাছে দোয়া কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :