• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

হবিগঞ্জে নদী ভাঙ্গনে ২ লাখ মানুষ পানিবন্দী ২০ হাজার হেক্টর আমন নিমজ্জিত


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৫:০৩ পিএম
হবিগঞ্জে নদী ভাঙ্গনে ২ লাখ মানুষ পানিবন্দী ২০ হাজার হেক্টর আমন নিমজ্জিত

হবিগঞ্জে উজান থেকে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানিতে শহরতলীর  জালালাবাদ গ্রামে খোয়াই নদীর  বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি সয়লাব।

নদী ভাঙ্গার কারণে জেলার চুনারুঘাট, বাহুবল, লাখাই, সদর সহ ৬০ টি গ্রাম তলিয়ে গেছে। এতে ২ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে।

বিশেষ করে সদরের রিচি ইউনিয়নের সুলতান মাহমুদ পুর, জালালাবাদ, রিচি ও অসংখ্য গ্রামের পানিয়ে সয়লাভ। এদের বাড়িতে গলা পানি।  এদিকে বানভাসি মানুষের পাশে বিভিন্ন সংগঠন ত্রান দিচ্ছে। এদের মধ্যে হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবী দল তাদের ত্রাণ দিচ্ছে। 

আজ শহরের দানিয়ালপুর, কুরি হাটিতে ৪ শ বানভাসী মানুষ করে ত্রান দিয়েছে। 

তারেক রহমানের নির্দেশে এই সব ত্রাণ দিচ্ছেন বলে জেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মুশফিক আহমেদ এই তথ্য জানিয়েছেন। 


এদিকে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ১৮ হাজার হেক্টর জমি তলিয়ে গেছে। সাধারণ মানুষের হাহাকার আবারও সদ্য রোপন করা আমন ধান তলিয়ে গেছে। 


উল্লখ্য পানি কমতে থাকলেও শনিবার খোয়াই  নদীর চুনারুঘাটের বাল্লা পয়েন্টে  বিপদসীমার ৪৪ সেন্টিসিটার  উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। 
 


Side banner
Link copied!