• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩১

আকস্মিক বন্যায় প্রায় ৪৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত


FavIcon
মো: আল হেলাল
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৫:০৫ পিএম
আকস্মিক বন্যায় প্রায় ৪৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা ও আশেপাশের এলাকায় দেখা দিয়েছে আকর্ষিক বন্যা। কোন প্রকার আগাম সতর্কতা বা পূর্ব প্রস্তুতি না থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছেন প্রায় অর্ধ কোটি মানুষ।  আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা ঢল এবং অতি বৃষ্টির কারণেই সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। নোয়াখালী এলাকার বেশ কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা যায়, যার বয়স ৪০ বছর তিনি তার জীবন দশায় এমন বন্যার চিত্র কখনো দেখেনি। 

দিশেহারা মানুষ সামান্য আশ্রয়ের জন্য বেছে নিয়েছেন মহাসড়ক, আশ্রয় কেন্দ্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু জায়গা। খাবারের খোঁজে দিশেহারা অনেকেই নিরুপায় জীবন যাপন করছে। ভেসে গেছে পুকুর ও ঘেরের শত কোটি টাকার মাছ। তলিয়ে গেছে জমির ফসল ব্যাপক ক্ষতি হয়েছে গবাদি পশু-পাখির। 

এমনকি মৃত মানুষের লাশ দাফন করার জন্য উঁচু জায়গার খুঁজে ঘুরতে হচ্ছে মাইলকে-মাইল পথ। দেশের প্রতিষ্ঠিত অঞ্চলের জন-মানুষের এ যেন অসহায় আত্মসমর্পণ। 

ঢাকা-চিটাগাং হাইওয়ে রাস্তার বিভিন্ন স্থানে পানি উঠায় ব্যাহত হচ্ছে যাতায়াত ব্যবস্থা। বিভিন্ন জায়গায় মোবাইল নেটওয়ার্ক সহ বন্ধ হয়ে গিয়েছে ইন্টারনেট সেবা। ফলে স্বজনদের সাথে ওই অঞ্চলের মানুষের যোগাযোগ বন্ধ হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো পরিবার। 

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ এবং উদ্ধার সামগ্রী নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। অবশ্য এরই মাঝে আবহাওয়া অফিস দিয়েছেন স্বস্তির বার্তা, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নয়নের আভাস রয়েছে।
 


Side banner
Link copied!