• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

গোমতীর বাঁধ ভেঙে পানির নিচে বুড়িচং


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৪:৪৪ পিএম
গোমতীর বাঁধ ভেঙে পানির নিচে বুড়িচং

ভারত থেকে হু হু করে নেমে আসা পানি ও কয়েকদিনের টানা বৃষ্টিতে এরই মধ্যে কুমিল্লার বুড়িচংয়ে ভেঙে গেছে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছেন কুমিল্লার মানুষ। এতে পুরো বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নই প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

যেভাবে তীব্র বেগে পানি বুড়িচং ঢুকছে এতে দ্রুতই পাশের ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার কসবাও প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

হঠাৎ নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় নিরাপদ আশ্রয়ের খোঁজে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এরই মধ্যে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি পানিবন্দিদের উদ্ধারে কাজ শুরু করেছেন সেনাবাহিনীর সদস্যরা। 
স্থানীয়রা বলছেন, এতো পানি আগে কখনো দেখেননি গোমতী পাড়ের মানুষ। ভয়াবহ এই বন্যায় মানুষের দুর্ভোগ চরম আকারে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের কাছে গোমতী নদীর বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে। এরপর আজ শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ২টার মধ্যে সারা উপজেলা গোমতীর পানিতে প্লাবিত হয়ে যায়।

বাঁধ ভেঙে অন্তত ৩০ ফুট ভেঙে গেছে। নদীর পানি না কমলে এই বাঁধ মেরামত করা সম্ভব না। নদীর পানি যতদিন না কমবে ততদিন নতুন নতুন এলাকা প্লাবিত হতে থাকবে।
 


Side banner
Link copied!