• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

মোরেলগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


FavIcon
মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০৬:৫২ পিএম
মোরেলগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ আগষ্ট) বেলা ১১টায় তুবা কমিউনিটি সেন্টারে মোরেলগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এ মতিবিনিময় সভায় আলোচনা করেন মোরেলগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রগ্রাম ম্যানেজার তপন কুমার মন্ডল।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা  প্রেসক্লাব  সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি  এইচ.এম. শহিদুল ইসলাম ,সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিক,সাবেক অর্থ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন   সাবেক প্রচার সম্পাদক এখলাস শেখ,মোঃ রফিকুল ইসলাম, নাজমুল হোসেন,মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মশিউর রহমনা মাসুম, সাধারণ সম্পাদক রাজীব আহসান রাজু, সহ-সভাপতি গনেশ পাল, সাংবাদিক ফজলুল হক খোকন,মোঃ শাজাহান আলী খান,পলাশ শরিফ,শেফালী আক্তার প্রমুখ।  
এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মোরেলগঞ্জ এপি, এরিয়া প্রগ্রাম অফিসার, মিলিতা সরকার,(ইন্টার্ন )নন্দিতা রিছিল,ও মাসুদা আক্তার।এ সময় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তপন কুমার মন্ডল বলেন, বিশ্বে বাল্যবিবাহের দিক থেকে বাংলাদেশ তৃতীয় তম অবস্থানে রয়েছে, ভৌগিলিক কারনে পিছিয়েপড়া জনোগোষ্ঠীর মধ্যে বাংলাদেশের বাল্যবিবাহ ও মাধ্যমিক শিক্ষা থেকে মেয়ে শিশুদের ঝরে পড়ার হার বাগেরহাটের  মোরেলগঞ্জ উপজেলায় তুলনামুলক বেশি।তাই এই হার হ্রাস করার জন্য স্বতঃস্ফূর্ত ভাবে তৃনমুল পর্যায়ে কাজ করে যাচ্ছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,তিনি আরো বলেন, ,মানুষের সচেতন করার অন্যতম মাধ্যম হচ্ছে গণমাধ্যম। এই গণমাধ্যম সাংবাদিকদের মাধ্যমেই কার্যকর হয়ে উঠে। তাই সাংবাদিকরা বাল্যবিবাহ প্রতিরোধ ও মেয়েরা ঝড়ে পড়া রোধে সাংবাদিকদের কাছ থেকে আরো বেশী প্রচার-প্রচারণার আহবান জানান তিনি।এছাড়াও সভায়,বাল্যবিবাহ নিরোধ বিধিমালা, জেন্ডার সমতা, শিশু অধিকার বিষয়ে এবং  বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় ও আইন প্রয়োগ বাস্তবায়নে বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
 


Side banner
Link copied!