• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

থানাগুলো স্বাভাবিক হলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০৬:৫৩ পিএম
থানাগুলো স্বাভাবিক হলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

আওয়ামী লীগ সরকারের পতনের ফলে জনরোষে পড়া পুলিশ বাহিনী কাজে ফিরতে শুরু করেছে। তারা স্বাভাবিক কাজে ফিরলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। 
সোমবার (১২ আগস্ট) বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে সেনাপ্রধান খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশমানারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সেনাপ্রধান বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরো উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে।

জনগণের জন্য রাজনীতি করতে রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, এ জন্য সবাইকে সহিংসতা পরিহার করতে হবে। তারা যেন শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করেন।

মিছিল হবে, মিটিং হবে। রাজনীতি থাকবে। সেখানে মানুষ কথা বলবে। সেটি যেন ধংসাত্মক না হয়। রাজনীতিবিদরা যেন জনগণের জন্য কাজ করেন। তারা নিশ্চয় জনগণের মনোভাব বুঝবেন।  
তিনি বলেন, একটি অদ্ভুত পরিস্থিতিতে সেনাবাহিনী কাজে নামে। ৫ আগস্টের অরাজক পরিস্থিতি বেশি হয়েছে। অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। খুলনা বিভাগের পরিস্থিতিও ভালো রয়েছে। এটি আশাব্যঞ্জক, তবে আত্মতুষ্টির কারণ নেই। আমাদের আরো কাজ করে যেতে হবে। পুলিশকে সংগঠিত হতে হবে। আমাদের সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। পুলিশ বাহিনী কাজ শুরু করলে পরিস্থিতি আরো স্বাভাবিক হবে।
সেনাপ্রধান বলেন, বাংলাদেশের অন্যান্য জায়গায়ও পরিস্থিতিই উন্নতি হচ্ছে। আমার কাছে আসা তথ্য অনুযায়ী দেশে ৩০টির মতো ঘটনা ঘটেছে। এর মধ্যে অধিকাংশ অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা রাজনৈতিক কারণে।বাংলাদেশকে গড়ে তুলতে রাজনীতিবিদসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সবাইকে একসঙ্গে সুন্দর দেশগঠনে কাজ করতে হবে।


Side banner
Link copied!